আপনজন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৩ সালে জন্য ‘তদন্তের ক্ষেত্রে উৎকর্ষতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক’ তালিকা প্রকাশ করেছে। ১৪০ জন পুলিশ কর্মীকে এই সম্মান দেওয়া হবে। এই পুরস্কার প্রথম চালু হয় ২০১৮ সালে। অপরাধের তদন্তের উচ্চ পেশাদার মান প্রচার এবং তদন্তে এই জাতীয় শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতি বছর ১২ আগস্ট বিভিন্ন রাজ্যে কর্মরত পুলিশ কর্মীদের মধ্য থেকে পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এবারের পুরস্কার প্রাপকদের মধ্যে ১৫ জন সিবিআই, ১২ জন এনআইএ, ১০ জন উত্তর প্রদেশ, ৯ জন কেরাল ও রাজস্থান, ৮ জন তামিলনাড়ু, ৮ জন পশ্চিমবঙ্গ, ৭ জন মধ্যপ্রদেশ, ৬ জন গুজরাত রাজ্যের। বাকিরা অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। এর মধ্যে ২২ জন মহিলা পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্বাধীনতা দিবসে ১৫ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক দেওয়া হয় দেশের পুলিশ ধিকারিকদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদাক তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের পুলিশ ইন্সপেক্টর পল্লবকুমার গঙ্গোপাধ্যায়, গৌতম সাহা, রানা মিশ্র, শ্রাবন্তী ঘোষ, সাব-ইন্সপেক্টর আলতাব হোসেন মল্লিক, চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সুষম মিত্র, তুষিময় দাস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct