আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিযোগ করেছেন কয়েকদিন আগে সংসদে মণিপুরের সহিংসতা নিয়ে বিতর্কের সময়ও তিনি মণিপুরের সমস্যার সমাধান করেননি। লোকসভার সদস্যপদ পুনরুদ্ধারের পর ওয়ানাডে তার প্রথম সফরে কালপেট্টায় বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন রাহুল। তিনি বলেন, ‘তিনি (মোদি) ২ ঘণ্টা ১৩ মিনিট কথা বলেছেন। তিনি হাসলেন। তিনি কৌতুক করলেন। তার ক্যাবিনেট হেসেছিল। তারা অনেক মজা করেছে। প্রধানমন্ত্রী কংগ্রেস, আমাকে নিয়ে, বিজেপি বিরোধী জোট নিয়ে দুই ঘণ্টা কথা বলেছেন, কিন্তু মণিপুর নিয়ে দুই মিনিট কথা বলেছেন। মোদীকে আক্রমণ করে রাহুল বলেন, বিজেপি এবং তার নেতৃত্বাধীন সরকার মণিপুরে ‘ভারতের ধারণাকে হত্যা করেছে’। হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। হাজার হাজার নারীকে ধর্ষণের অনুমতি দিয়েছেন। হাজার হাজার মানুষকে হত্যার অনুমতি দিয়েছেন। আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি হাসছেন? গত চার মাস ধরে আপনি সেখানে যাননি কেন? আপনারা কেন সহিংসতা বন্ধের চেষ্টা করেননি? কারণ আপনি জাতীয়তাবাদী নন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct