আপনজন ডেস্ক: কোলাঘাটে বিজেপির পঞ্চায়েতিরাজ সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চায়েতে রক্ত নিয়ে খেলেছে তৃণমূল, এমন মন্তব্য করেন। সেই মন্তব্যের ঘণ্টা খানেক বাদে কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি চান সাধারণ মানুষ কষ্ট ভোগ করুক, দেশবাসীর দুর্ভোগ হোক, দেশের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপির সম্মৃদ্ধি হোক। মোদির অভিযোগের জবাবে মমতা প্রধানমন্ত্রীকে ‘সঠিক আচরণ’ করার আহ্বান জানিয়ে বলেন, আপনার লোকেরা বাংলায় ১৬ থেকে ১৭ জনকে হত্যা করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী দুর্নীতির মোকাবিলা করতে পারবেন না, কারণ তার সরকার ইতিমধ্যেই পিএম কেয়ার্স ফান্ড, রাফাল এবং নোট বাতিলের মতো অনেক ইস্যুতে ঘেরা। ভাববেন না যে মানুষ বোকা। আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু সব সময় নয়। তিনি আরও বলেন, যাদের চরিত্র হচ্ছে হত্যার সঙ্গে জড়ানো, কুস্তিগীরদের উপর নৃশংসতা, মহিলাদের উপর নৃশংসতা, মণিপুরে নৃশংসতা এবং সর্বত্র নৃশংসতার সাথে সম্পূর্ণভাবে জড়িত তাদের বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা নিচ্ছে না। মমতা মোদির উদ্দেশ্যে আরও বলেন, বাংলা শান্তিপূর্ণ। বরং বিজেপি শাসিত রাজ্যগুলির যত্ন নিন। আপনার উদ্দেশ্য যদি সবসময় দোষারোপ করা হয়, তাহলে আপনি কীভাবে দেশ চালাবেন? আপনি যদি তা চালিয়ে যান, তবে মনে রাখবেন বাংলার জনগণই শেষ কথা বলবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নিজের দলকে খুশি করার জন্য বাংলায় অনুদান বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলার ১০০ দিনের তহবিল বন্ধ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাঁচবার সেরা মনরেগা পুরস্কার জিতেছে। আমি তহবিলের জন্য পাঁচবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তবুও তিনি তহবিল দেননি। কারণ তার দল তাকে নিষেধ করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct