এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: কথায় আছে মানুষকে সেবা এবং পরিষেবা দেওয়া যার লক্ষ্য, তাঁর কাছে কোনো কিছুই বাঁধা হয়ে দাড়ায় না ৷ শুক্রবার এমনই চিত্র দেখা গেল হাবড়া ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নূরপুর বাজারে ৷ এ দিন শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে চলছিল বোর্ড গঠন, নবনির্বাচিত প্রধান, উপপ্রধান, সদস্য সদস্যাদের স্বাগত জানানোর জন্য বাইরে প্রতিক্ষায় শত শত তৃণমূল কর্মী সমর্থকরা ৷ এ সময় প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বেরিয়ে আসেন শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়ী তৃণমূল প্রার্থী রফিকুল হাসান ৷ প্রধানকে কাঁধে তুলে তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠে ৷ অন্যদিকে রফিকুল হাসানের জন্য অপেক্ষা করছিলেন বেশ কিছু অসুস্থ লোকজন। কারণ নবনির্বাচিত প্রধান রফিকুল হাসান হলেন এলাকার স্বনামধন্য গ্রামীণ ডাক্তার ডাক্তার প্রধানের কানে এ খবর আসা মাত্রই বিন্দুমাত্র অপেক্ষা না করে রুগীকে সুস্থ করার লক্ষ্যে নূরপুর বাজারে চেম্বারে চলে আসেন ৷ দলীয় কর্মী সমর্থকরা প্রধানকে ছাড়তে কিছুটা নারাজ হলেও তাঁর এই কাজকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ৷ জানা গিয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে গত ৫ বছর উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন এলাকার স্বনামধন্য ওই গ্রামীণ ডাক্তার রফিকুল হাসান, এবার দল তাকে প্রধান নির্বাচিত করেছে ৷ শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রফিকুল হাসান জানান, ‘আগামী পাঁচ বছর আমি নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করব, মানুষের পাশে থাকব, এবং দলীয় নির্দেশ মেনে চলব ৷’ এ দিন উপস্থিত তৃণমূলের কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে প্রধান রফিকুল হাসান বলেন, আপনারা এলাকায় সর্বদা শান্তি বজায় রাখবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, পাশাপাশি সকলকে নিরাপত্তা দেবেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct