আপনজন ডেস্ক: বলিউড অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া প্রদাকে একটি মামলায় ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত। জানা গিয়েছে, বিগত কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া প্রদা। সেই সময় তার সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুই ব্যক্তি।পরবর্তীতে সেই সিনেমা হল চালানোয় লোকসান হওয়ায় তারা সেটা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি। এরপর সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের অভিযোগের ভিত্তিতে জয়া প্রদা, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা ওঠে। জয়া নাকি ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে। শোনা যাচ্ছে, ক্ষতিপূরণ দিয়ে জয়া সেই জেলযাত্রা থেকে বেঁচে যাবেন।