আপনজন ডেস্ক: পেট্রেলের খরচ বাঁচাতে বর্তমান সময়ে অনেকেই ব্যাটারি চালিত স্কুটি বেছে নিচ্ছেন। এক চার্জে এই ইলেক্ট্রিক স্কুটি চলবে অনেক রাস্তা। সম্প্রতি এই স্কুটি গুলির চার্জের ব্যবস্থায় রাস্তা ঘাটে বসেছে অনেকে চার্জিং স্টেশন। একই সঙ্গে বাড়িতেও থাকছে চার্জের ব্যবস্থা। তবে সেটা সময় সাপেক্ষ। বাড়িতে একটু স্কুটি চার্জ হতে সময় নেয় প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা। আর সেই চার্জ দেওয়ার চার্জারটাও বেশ বড়সড়। বাড়ির বাইরে বের হলে আপনাকে সেই বড় মাপের চার্জার না চাইতেও বয়ে বেড়াতে হবে। বিষয়টি মাথায় রেখে ব্যাটারি চালিত স্কুটি চালকদের বাড়তি সুবিধে করে দিল নতুন এক সংস্থা।মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এবং ভারি চার্জার বয়ে বেড়ানো থেকে মুক্তি পেতে বাজারে নতুন ইলেকট্রিক স্কুটি আনল Detel Easy Plus STD নামক সংস্থা। স্কুটিটির দাম ৩৯,৯৯৯ টাকা । এই স্কুটির সবচেয়ে আকর্ষণ বিষয়টি হল, এটা মোবাইল চার্জারেও চার্জ দেওয়া সম্ভব। এর ফলে আপনাকে অআর ভারী চার্জার বয়ে বেড়াতে হবে না।কোথাও চার্জ শেষ হয়ে গেলে চিন্তা থাকবে না। রাস্তার যেখানে সেখানে মোবাইল চার্জার দিয়ে চার্জ দিয়ে নেওয়া যাবে আপনার সাধের স্কুটিকে।জানা গিয়েছে, এটা এক চার্জে কমপক্ষে ৬৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। ঘন্টায় সর্বোচ্চ গতি থাকবে ২৫ কিলোমিটার। ইলেকট্রিক স্কুটির ওজন কম হওয়ায় যে কোনও বয়সের ব্যক্তিরা এটি সহজে চালাতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct