দেবাশীষ পাল, মালদা, আপনজন: রাজ্যের বেশ কিছু জেলায় ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসা চালু হয়েছে। তার মধ্যে অন্যতম হল মালদা মডেল মাদ্রাসা। বাংলা মাধ্যমের হাই মাদ্রাসাগুলোর শিক্ষকরা নিয়মিত বেতন পেলেও সরকার পরিচালিত এই মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসার শিক্ষকদের নয় মাস ধরে বেতন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। তার ফলে এই মাদ্রাসায় পড়াশোনা শিকে উঠেছে। নয় মাস ধরে বেতন বন্ধ থাকায় ঠিকমতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। পঠন-পাঠন বন্ধ হয়ে রয়েছে স্কুলে। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে বলে অভিযোগ তুলে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। মালদা শহরের ইংরেজি মাধ্যম সরকারি মডেল মাদ্রাসায় এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক আফরোজ্জামান হক। এনিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভের খবর পেয়ে মাদ্রাসায় যায় ইংরেজবাজার থানার পুলিশ। এরপর বিক্ষোভ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct