আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: গত বছরের ঠিক আগস্ট মাসে অনুব্রত মণ্ডলকে সিবিআই তার নিজের বাড়ি নিচুপটি থেকে গ্রেপ্তার করে। সেদিন তার বাড়ির সামনে পার্টির কর্মী থেকে শুরু করে বহু মানুষ ভিড় করেছিলেন। কিন্তু আজ সেই চিত্রটা সম্পূর্ণ আলাদা আজকে তার বাড়ির সামনে জনশূন্য খা খা করছে, নীল রঙের বাড়ি। অনুব্রত হীন তার বাড়িতে কোন লোকজনের দেখা মেলে না। একদিন এই বাড়িতে পার্টির নেতা ও কর্মীদের আনাগোনা লেগেই থাকতো। আজ সেই বাড়ি জনশূন্য। এমনকি তার একমাত্র কন্যা সুকন্যাকে সিবিআই গ্রেফতার করে। সেও জেল বন্দি। ফলে ঘর শূন্য অনুব্রতর বাড়ি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct