সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতা পুলিশ ভাঙড় অধিগ্রহণ করার আগেই সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে গোটা এলাকা। মূলত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ের বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি লাগাচ্ছে কলকাতা পুলিশ। ন’ টি থানা এলাকায় ১০০ ‘ র বেশি সিসিটিভি ক্যামেরা দফায় দফায় লাগানো হবে বলে জানা গেছে।সবকটি ক্যামেরা লালবাজার থেকে মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোট ঘিরে অগ্নিগর্ভের চেহারা নিয়েছিল ভাঙড়।গুলি - বোমার শব্দে কেঁপে উঠেছিল ভাঙড়ের মাটি। লাগাতার অশান্তির জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তরভুক্ত করার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতন কলকাতা পুলিশ ভাঙড় অধিগ্রহণ করতে তৎপর হয়। জেলা পুলিশ থেকে কলকাতা পুলিশে স্হান্তরিত করতে ভাঙড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে ভাঙড়ে ৯ টি থানা তৈরি করার তোড়জোড় শুরু করেছে কলকাতা পুলিশ। মূলত ভাঙড়ের শান্তি ফেরাতে বাড়তি নজরদারিতে জোর দিয়েছে কলকাতা পুলিশ।ভাঙড়ে আর যাতে অশান্তি না হয় তার জন্য একাধিক থানা তৈরি থেকে এবার সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে ভাঙড়কে। কলকাতা পুলিশের এই সিসিটিভি লালবাজার থেকে মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় এলাকার আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত বিষয়টি এবার করা হাতেই দমন করবে কলকাতা পুলিশ।ভাঙড় এলাকায় ট্রাফিক আইনের ক্ষেত্রেও কড়া শাসন আনতে চলেছে কলকাতা পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct