আপনজন ডেস্ক: মুসলিমবিশ্বের কয়েকটি ইস্যু নিয়ে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন আলেমদের একটি প্রতিনিধি দল। বৈঠকে শরণার্থী বিষয়ক আলোচনার পাশাপাশি ইস্তাম্বুলে আন্তর্জাতিক মানসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। গত ৮ আগস্ট আঙ্কারায় এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের (আইইউএমএস) প্রতিনিধিদল। তারা তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের নানা সমস্যা এবং বিভিন্ন দেশে ইসলামের পবিত্র বিষয়গুলোর অবমাননারোধে করণীয় সংক্রান্ত আলোচনা করেন। সম্প্রতি তুরস্কে সিরিয়া থেকে আশ্রয় নেওয়া অনিবন্ধিত অভিবাসীরা পুলিশ ও স্থানীয়দের কঠোর আচরণ ও দমন-পীড়নের শিকার হচ্ছেন। তা ছাড়া তুর্কির সম্প্রদায়ের অনেকের মধ্যে তুরস্কে আশ্রয় নেওয়া আরবদের প্রতি বর্ণবাদি মনোভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বৈঠকে আইইউএমএস-এর প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সংস্থাটির মহাসচিব শায়খ ড. আলি কারাহ দাগি, শায়খ ওমর আবদুল কাফি, শায়খ মুহাম্মদ আল-সগির, শায়খ মুহাম্মদ রাতিব আল-নাবালসি, শায়খ উসামা আল-রিফায়ি, শায়খ আলি আল-সাল্লাবি ও শায়খ আবদুল মজিদ জানদানি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct