আপনজন ডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলিরা এবার বিশ্বকাপ খেলবেন দেশের মাটিতে। এক যুগ আগে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ভারতে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবারও ঘরের মাঠে ভারতকেই ফেবারিট মনে করছেন অনেকে। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার বীরেন্দর শেবাগও নিজের দেশকে এগিয়ে রাখছেন। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে আরও অনেকেরই। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড আছে দারুণ ছন্দে। আবার ‘অননুমেয় দল’ হিসেবে পরিচিত পাকিস্তান, এশিয়ার মাটিতে ভালো খেলা শ্রীলঙ্কাকেও হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। আর দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশের মতো দলগুলোর তো চমকে দেওয়ার সামর্থ্য আছেই। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ১০ দলের এই আসরে দলগুলো লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ৬ দলকে টপকে কোন চারটি দল সেমিফাইনালে খেলবে—এমন একটি আলোচনা শুরু হয়ে গেছে বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে। সাবেক ভারতীয় ক্রিকেটার শেবাগও দিয়েছেন নিজের মতামত। তাঁর মতে, সেমিফাইনালে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct