আপনজন ডেস্ক: মাঠে তো তাঁদের প্রতিযোগিতা চলেই, ক্রীড়াবিদদের প্রতিদ্বন্দ্বিতা আছে মাঠের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার অনুসারী কত বেশি, বিভিন্ন খাত থেকে কে কত আয় করেন—এসব নিয়েও ভক্ত–সমর্থকদের কি আর আগ্রহ কম মেসি–রোনাল্ডোদের নিয়ে!এমনই এক প্রতিযোগিতায় সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখানো পর্তুগিজ তারকা গত মাসেই ফোর্বস সাময়িকীর হিসাবে শীর্ষ আয়ের অ্যাথলেট হয়েছেন। ২০১৭ সালের পর যেটা তাঁর জন্য প্রথম। এবার ২০২৩ সালের ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি হলেন।তালিকাটি তৈরি করে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। এটা মূলত করা হয় অভ্যন্তরীণ ও উন্মুক্ত প্রাপ্ত তথ্যের ওপর। বিবেচনায় নেওয়া হয় ইনস্টাগ্রাম ও ইউটিউবে প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারী কত অর্থ চাইতে পারেন, সেটার ওপর।হুপার এইচকিউর তথ্য অনুযায়ী রোনাল্ডো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় ৬০ কোটি। এখানেও রোনাল্ডোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct