আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াই এর মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।বৃহস্পতিবার (১০ আগস্ট) হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন এই দাবানলকে ‘হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করে দিনটিকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। গ্রিন জানান, মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় পর্যটন শহর লাহাইনার ৮০ শতাংশ ‘শেষ হয়ে গেছে’, প্রায় ১৭০০টি ভবন ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ঠিক কতোজন নিখোঁজ রয়েছেন তার প্রকৃত সংখ্যা কর্তৃপক্ষের জানা নেই। তাদের হিসাব অনুযায়ী সংখ্যাটি প্রায় ১০০০ হবে। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct