আপনজন ডেস্ক: সেদিন প্রশ্নটা শুনে কিছুটা অপ্রস্তুতই হয়ে পড়েছিলেন জিওফ অ্যালারডাইস। জুনের দ্বিতীয় সপ্তাহ, ওভালে চলছিল ভারত–অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দিন দশেক আগে বিসিসিআই সচিব জয় শাহ যা বলেছিলেন, তাতে ওই সময়ই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করার কথা। কিন্তু আইসিসির প্রধান নির্বাহী এ নিয়ে চুপ। বিবিসির পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে অ্যালারডাইসের মুখে ছিল অসহায়ত্বের জবাব, সূচি তাঁর হাতেই পৌঁছায়নি তখনো! কেন বিলম্ব, আর কবেই–বা চূড়ান্ত সূচি ঘোষণা করা যাবে, তা–ও বলতে পারছিলেন না আইসিসির প্রধান নির্বাহী।অ্যালারডাইসের সেই অপেক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জুনের শেষ সপ্তাহে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক ১০০ দিন আগে। কিন্তু লম্বা সময় নিয়ে তৈরি করা সূচিটাও শেষ পর্যন্ত ‘চূড়ান্ত সূচি’ হয়ে থাকেনি। একটি ম্যাচের সূচি পরিবর্তনের অনুরোধ এল আহমেদাবাদ থেকে, আরেকটির কলকাতা থেকে। এই এক–দুই ম্যাচের সূচি বদলাতে গিয়ে রীতিমতো বড়সড় ‘ধাক্কা’ই লেগেছে বিশ্বকাপের আগে–পরের ম্যাচগুলোয়। যে ধাক্কা সামাল দিতে গিয়ে একটি–দুটি নয়, পরিবর্তন আনতে হয়েছে ৯টি ম্যাচে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, বিশ্বকাপ শুরুর ৫৫ দিন আগে সর্বশেষ সূচিকেও ‘চূড়ান্ত’ বলাটা প্রায় ঝুঁকিপূর্ণ। আরও বদল যে চোখ রাঙানি দিচ্ছে! ব্যাপারটা অনেকটা এমন—বিশ্বকাপের সূচি এখন ‘বাটারফ্লাই ইফেক্টের’ কবলে। আকারে, ঐতিহ্যে আর আয়োজনের ব্যাপ্তিতে ওয়ানডে বিশ্বকাপই ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। এ নিয়ে পরিকল্পনা, প্রস্তুতি চলে বেশ আগে থেকেই। যার বেশির ভাগেই আবার দর্শক আর অংশগ্রহণকারী দলগুলোর সংযুক্তি থাকে না। দলগুলোর যুক্ততা সবচেয়ে ভালোভাবে তৈরি হয় প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার মাধ্যমে। আর দর্শকেরা যুক্ত হন টিকিট কিনে। দুটিই এবার তালগোল পাকিয়েছে বেশ। বিশ্বকাপের লিগ পর্ব যেহেতু রাউন্ড রবিন পদ্ধতির, প্রতিপক্ষের নাম সবার আগে থেকেই জানা। কিন্তু কন্ডিশনটাও বিবেচ্য বলে কোন মাঠে কবে খেলা, সেটিও ক্রিকেটে বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে দলগুলোর সুবিধার্থে ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেওয়া হয়েছিল ১৩ মাস আগে। কিন্তু ভারতে হতে যাওয়া এবারের বিশ্বকাপের সূচি পেতে একপ্রকার ‘হাপিত্যেশ’ই করতে হয়েছে দলগুলোকে। এ নিয়ে এপ্রিলের শেষ দিকে আক্ষেপও শোনা গেছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখে। সিলেটে বাংলাদেশ দলের ক্যাম্পের পর হাথুরুসিংহে বলেছিলেন, সূচি প্রকাশে বিলম্বের প্রভাব সবার ওপরই পড়ে, আগে ঘোষণা করলে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct