আপনজন ডেস্ক: ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেস, তৃণমূল, সিপিএমে এক মঞ্চে থাকলেও ফাটল দেখা দিল রাজ্যের বিধানসভা উপনির্বাচনে। আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, বাংলার মতো রাজ্যে বিরোধী জোট অং্ক কি হবে। সেই প্রশ্ন জিইয়ে রেখে শুক্রবার রাজ্য সিপিএম ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল, বিজেপিকে পিছনে ফেলে। ধূপগুড়ি উপনির্বাচনে সিপিএম প্রার্থী ঘোষণা করেছে অবসরপ্রাপ্ত শিক্ষক, ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী তথা সামাজিক ন্যায় বিচার মঞ্চের নেতা ঈশ্বরচন্দ্র রায়কে। কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ধূপগুড়িতে তারা বামেদের সমর্থন করবে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর কারণে ধূপগুড়ি আসনটি খালি হয়। আগামী ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ। ফল ঘোষণা ৮ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০১৬ সালের ভোটেও বাম-কংগ্রেস জোট করে লড়াই করায় সিপিএমের মমতা রায় ৩৪.২৬ শতাংশ ভোট পেয়েছিলেন। আর প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূলের মিতালি রায়। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি শক্তি সঞ্চয় করে ২০২১বিধানসভায় তাদের প্রার্থী জিতে যায়। এখন দেখার বিজেপি আসন ধরে রাখতে পারে কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct