বিশেষ প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: মালদহের কালিয়াচক উত্তর চক্র ও দক্ষিণ চক্রের সকল শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে কালিয়াচকের সদ্ভাব ভবনে অনুষ্ঠিত হল পঠন উৎসবের কর্মশালা। শিশুদের বাংলা উচ্চারণের মান উন্নয়ন উৎকর্ষতা বৃদ্ধির জন্যই এই পঠন উৎসব। এই পঠন উৎসব আগামী ১৫ই আগস্ট থেকে প্রত্যেকটি বিদ্যালয়ে শুভারম্ভ হবে। পঠন উৎসব চলবে এক মাস। তারপর সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পঠন উৎসব একারম্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এই পঠন উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গ্রামের প্রধান, মেম্বার, ভিসি কমিটি ও অভিভাবক অভিভাবিকা গন সম্ভব হলে অবর বিদ্যালযয়ের পরিদর্শক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
এই পঠন উৎসবের উদ্দেশ্য হল, শিশুদের মান উন্নয়ন এর জন্য ও তাদের শিক্ষা দেওয়ার সাথে সাথে কিছু সহযোগিতামূলক পঠনের প্রক্রিয়া যুক্ত করা যায় তাহলে শিশুরা সহজেই শিক্ষা নিতে পারবে। যদি তাদের খেলার মাধ্যমে বর্ণ শেখানো যায়, যেমন ক, ল, ম, ব, র, গ, বর্ণের ছক তৈরি করে দিয়ে ব বর্ণে লাফাও। তারপর সেই বর্ণে শিশুটি লাফ দেবে। শিশুদের শুধু একটি নির্দিষ্ট বর্ণে শিক্ষক-শিক্ষিকা তাকে নির্দিষ্ট ভাবে বলবে এই বর্ণে লাফাও যদি শিশুটি খুব সহজেই ঘরে লাফাতে পারে তাহলে সে বর্ণটি চিনে ফেলেছে। এভাবেই একটি করে তাকে বর্ণ চেনানো যেতে পারে। প্রসঙ্গত, শিশুরা যদি কয়েকটি বর্ণ যেমন ক ম জ ল লিখে দেওয়া যায় তাহলে সেখান থেকে তাদেরকে শব্দ তৈরি করতে বলা যেতে পারে। যেমন ধরুন ক এর সঙ্গে তুমি কোন একটি বর্ণ যুক্ত করো সে যদি ক যুক্ত ল কল করে তাহলে সহজেই একটি শব্দ তৈরি হলো কল। এবার আরেকটি পদ্ধতি ধরুন, যদি শব্দ ভাঙ্গো শব্দ জোরো। যেমন ধরুন আমি বললাম ক ল ম কলম ঠিক আছে। এবার কলম থেকে ম শব্দটি সরিয়ে দাও। তাহলে কি হলো কল একটি শব্দ। এছাড়াও, ভাষা শিক্ষার সাথে যেকোনো সহযোগিতামূলক খেলা করা যায়। যেমন, বর্ণ চেনা ও বর্ণে লাফাও, বর্ণ জুড়ে শব্দ তৈরি কর, শব্দ জোড়া ও ভাঙা, মামার বাড়ি মিল মিশ শব্দ খেলি, শব্দের অন্তক্ষর, বাক্য সম্পূর্ণ করো। আরও, পঠন মেলার কর্মশালা, শিক্ষণীয় গল্প ছড়া কবিতা আবৃতি উপস্থাপন করতে হবে, শিশুরা একক/দলবদ্ধ ভাবে গল্প বলবে, গ্রামবাসীদের অতিথিদের গল্প বলে বা পড়ে শোনাবে। শিশুদের দ্বারা তৈরি দেওয়াল পত্রিকা প্রদর্শনী করতে হবে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন, কালিয়াচক দক্ষিন চক্রের এস আই তরিকুল ইসলাম, শিক্ষিকা তানিয়া রাহমাত সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct