নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতা করপোরেশানের পাহাড়পুর আবূল হাসান অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আয়োজিত হল সচেতনতা সভা । বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। প্রতিবছরে ১ অগস্ট থেকে ৭ অগস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। বাংলার বিভিন্ন প্রান্তে এই উপলক্ষে গোটা সপ্তাহজুড়ে নানান অনুষ্ঠান হচ্ছে। কলকাতা কর্পোরেশন পাহাড়পুরে এই বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের শিক্ষিকা বন্দনা অধিকারি, আমানতের ফাউন্ডেশন ট্রাস্টের কলকাতা জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ রাকিব হক ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিসটিক কো-অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী, আশাকর্মী, আইসিডিএস, কর্মীদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সকল মায়েদের নিয়ে সচেতনতা সভা করা হয়। সাধারণ মানুষকে মাতৃদুগ্ধ পান সম্বন্ধে সচেতন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। এই অনুষ্ঠান প্রসঙ্গে এক আশা কর্মী বলেন, শিশুকে মাতৃদুগ্ধ পান করালে তার বৃদ্ধি ভাল হয়। এটা সকল মায়ের জানা দরকার। বর্তমানে মাতৃদুগ্ধ বাদ দিয়ে বাজারে বিক্রি হওয়া নানান ফুড সাপ্লিমেন্ট অনেকে শিশুদের খাওয়ান। এতে সন্তানের ক্ষতি হয়। এর ফলে শিশু রোগগ্রস্তহয়ে পড়ে। শরীররে জোর পায় না। তাই জন্ম থেকে অন্তত দু’বছর বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পান করানো দরকার। আগে শহরাঞ্চালে মায়ের দুধ না খাওয়ানো প্রবণতা দেখা যেত। কিন্তু এখন গ্রামাঞ্চলেও এই প্রবণতা বাড়ছে। তাই চিকিৎসকদের পরামর্শে এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার।এ প্রসঙ্গে সাহিদ হোসেন সিদ্দিকী বলেন, জাতীয় টিকাকরণ কর্মসূচি এবং মাতৃ দুগ্ধ পানের উপকারিতা।এই অনুষ্ঠানের মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct