গিরিধারী চক্রবর্তী, রায়দিঘী, আপনজন: দক্ষিণ ২৪পরগণার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান রায়দিঘী শ্রীফলতলা জুনিয়র বেসিক স্কুল (মথুরাপুর পূর্ব চক্রের অধীন)। তিলে তিলে তারা নিজেদের গড়ে তুলেছে। সারাবছর ব্যাপী শিক্ষা -সংস্কৃতিমূলক সৃজন শীল কাজে যারা যুক্ত থাকে। বিভিন্ন কাজের নিরিখে এবছর দক্ষিণ ২৪পরগণার আলিপুরে সমগ্র শিক্ষা মিশন এর অফিসে গত ৮ইআগস্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তাপস খাঁ মহাশয়ের হাতে তুলে দেওয়া হল “নির্মল বিদ্যালয় পুরস্কার ২০২২ -২০২৩”। পুরস্কার নিতে উপস্থিত ছিলেন দুই ছাত্র ছাত্রী ও এক সহ শিক্ষক সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। আলাপচারিতায় জানালেন,এই পুরস্কার আমার স্নেহের ছাত্রছাত্রী দের, প্রিয় সহকর্মীদের ও অভিভাবকদের পরিশ্রম ও পূর্ণ সহযোগিতার ফল। তবে একটা কথা , অনেক পথ হাঁটতে হবে,তাইতো একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী দের জন্য প্রতিদিন ‘আলো ‘নামে একটা ক্লাস চালু করেছি প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে ।গত ডিসেম্বরে আমাদের বিদ্যালয়ের ৮০বছর পূর্তি উৎসব পালিত হলো। আবার আগামীকাল নতুন কাজে আমরা হাত লাগাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct