মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি ২নং ব্লকে পঞ্চায়েতগুলি নিজেদের দখলে রাখতে সমস্ত রাজনৈতিক দল তৎপরতা শুরু করল বৃহস্পতিবার থেকে। এলাকায় শাসক দলের ফলাফল আশানুরূপ হয়নি। অন্য দিকে আশাবাদী ফলাফল হয়েছে বাম কংগ্রেসের। সংখ্যা তত্ত্বের হিসাবে দেখা যাচ্ছে ব্লকে ছ’টি পঞ্চায়েতের মধ্যে তিনটি জোটের দখলে বাকি তিনটি শাসক দল তৃণমূলের পক্ষে। এখানে যে তিনটি পঞ্চায়েত জোটের দখলে এসেছে সেগুলিকেও নিজেদের দখলে আনার আপ্রাণ চেষ্টা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত বোর্ড গঠনের শেষ মুহূর্তে কোনো কোনো পঞ্চায়েতের চরিত্র পাল্টেও যেতে পারে বলে আশঙ্কা করছেন জোটের অনেক নেতা। কারণ ইতি মধ্যেই শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে টোপ দেওয়া হচ্ছে বিরোধীদের। এমনও ঘটনা হয়েছে পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে শাসকদল এবং বাম কংগ্রেস জোট দু’পক্ষই বিজয়ী প্রার্থীদের গোপন আস্তানায় তাদেরকে ভরে রেখে দিয়েছে। এমনকি যেখানে সংরক্ষিত প্রধানের আসন আছে,সেই সব সংরক্ষিত প্রধান আসনের যে সার্টিফিকেট সেগুলি নিজেদের দখলে রেখে দিয়েছে দুই রাজনৈতিক দল। যাতে ভোল বদল করলেও শেষ মুহূর্তে ভোটা ভুটির ক্ষেত্রে যদি বদল হয়ে যায়। তখন কিন্তু তিনি এই সার্টিফিকেটের বলে প্রধান যেন হতে না পারেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতি আইন মেনে যেন বোর্ড গঠন করা হয়। সেজন্য বৃহস্পতিবার দুপুরে রাজনৈতিক দলগুলি নিয়ে সর্ব দলীয় বৈঠক করলেন নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী। তিনি বলেন বেলা ১২টার মধ্যে সমস্ত বিজয়ী প্রার্থীদের পঞ্চায়েতে আসতে হবে। বিজয়ী প্রার্থীদের এক তৃতীয়াংশ উপস্থিত হলেই পঞ্চায়েত গঠনে যাকে সমর্থন করবেন তিনি হবেন প্রধান, উপপ্রধান
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct