সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গত কয়েক দিন ধরে চলছে রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। আজ ১০ ই আগস্ট বীরভূম জেলার সিউড়ি মহকুমার সমস্ত পঞ্চায়েত গুলিতে অনুষ্ঠিত হয় বোর্ড গঠন। অনুরূপ খয়রাশোল ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যেও গঠিত হয় বোর্ড।এখানে দশটি পঞ্চায়েতের মধ্যে একমাত্র লোকপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল নেয় শাসক তৃণমূল কংগ্রেসের হাত থেকে।খয়রাসোল পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হলেও উপপ্রধান পদটি যায় বিজেপির দখলে।যেহেতু উপপ্রধান পদটি ছিল তপশিলি মহিলা সংরক্ষিত।এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তপশিলি মহিলা সদস্য না থাকায় স্বভাবতই বিজেপির দখলে চলে যায়। অন্যদিকে পার্শুন্ডি পঞ্চায়েতের ফলাফল ছিল তৃণমূল- বিজেপি ৬-৬,সেই হিসেবে লটারি করতে হয়।ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রধান এবং বিজেপির উপপ্রধান পদটি ভাগ্যে জোটে।উল্লেখ্য দশটি পঞ্চায়েতের মধ্যে বিজেপি একমাত্র লোকপুর পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করে।কিন্তু বাকি দুটি পঞ্চায়েতের একটিতে লটারির মাধ্যমে প্রধান উপপ্রধান নির্বাচিত করা হয়। এক্ষেত্রে তৃণমূলের প্রধান এবং বিজেপির ভাগ্যে উপপ্রধান পদটি জোটে।অন্যটি সংরক্ষণের কোটায় শাসকদলের প্রার্থী না থাকায় সেখানে ও বিজেপি উপপ্রধান পদটি দখল পায়। বাকি পঞ্চায়েতের মধ্যেও শাসকদলের নিজেদের গোষ্ঠী দ্বন্ধের জেরে ভোটাভুটির সম্মুখীন হতে হয়। যদিও তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্বের নির্দেশ ছিল জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নামের তালিকা অনুযায়ী প্রার্থীদের প্রধান, উপপ্রধান হিসেবে মান্যতা দেওয়ার।কিন্তু ভোটের আগে টিকিট বন্টন নিয়ে যেমন ছিল দ্বন্দ্ব, সেটা এখনও বিদ্যমান।তাইতো পাঁচড়া পঞ্চায়েতের ক্ষেত্রে দেখা যায় তৃণমূল প্রার্থীদের মধ্যে ভোটাভুটিতে অংশগ্রহণ। এখানে মোট ২৩ টি আসন,যারমধ্যে তৃণমূল নিরঙ্কুশ হিসেবে দখল করে ১৫টি এবং বিজেপি পায় ৮ টি আসন।সেখানে ও প্রধান পদ নিয়ে প্রকাশ্যে আসে গোষ্ঠী দ্বন্ধের ছায়া।শেষ পর্যন্ত ভোটাভুটিতে ৯-৬ ফলাফলে প্রধান নির্বাচিত হন আশমা বিবি। অনুরূপ কেন্দগড়ে পঞ্চায়েতের ক্ষেত্রে ও মান্যতা পায়নি জেলা তৃণমূল কমিটি মনোনীত প্রার্থীদের নামের তালিকা।স্থানীয় নেতৃত্বের নির্দেশের জন্য প্রার্থী তালিকা চুড়ান্ত রূপ পায় তথা প্রধান উপপ্রধান নির্বাচিত করা হয়। এনিয়ে শাসকদলের অন্দরে শুরু হয়েছে দ্বন্দ্ব। বিশেষ উল্লেখ্য যে,আগামী ১৪ ই আগস্ট রয়েছে খয়রাসোল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন।সেটা নিয়েও চলছে জোর জল্পনা।পঞ্চায়েত বোর্ড গঠনের প্রভাব সেখানে পড়ে কিনা সেটাই এখন লক্ষনীয় বলে রাজনৈতিক মহলের ধারণা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct