টপি লস্কর, কুলপি, আপনজন: আজ কুলপি ব্লকের চারটি অঞ্চলে পঞ্চায়েত গঠন করা হয়। তাদের মধ্যে অন্যতম দুটি পঞ্চায়েত যেমন বেলপুকুর এবং বাবুরমহল। একদিকে বেলপুকুর গ্রাম পঞ্চায়েত ২২ টি আসনের মধ্যে তৃণমূল আসন পেয়েছে মোট ১৪ টি এবং বিজেপি আসন পেয়েছে ৭ টি, নির্দল জয়ী হয়েছে একটি আসনে। এবারে বেলপুকুর অঞ্চলে দুইজন মহিলা প্রধান এবং উপপ্রধান হিসেবে নিযুক্ত হলেন। আজ পঞ্চায়েত গঠন করলো জয়ী তৃণমূল দলের মহিলা প্রার্থীরা। বিগত পাঁচ বছর যিনি প্রধান ছিলেন তিনি আবার পুনরায় প্রধান হিসাবে নিযুক্ত হলেন ঝুমা বিশ্বকর্মা এবং উপপ্রধান হিসেবে নিযুক্ত হলেন বর্ণালী মন্ডল। জয়ী প্রধান ঝুমা বিশ্বকর্মা জানিয়েছেন মমতা ব্যানার্জির ছত্রছায়ায় থেকে জনগণের পাশে দাঁড়িয়ে উন্নয়নের পরিষেবা দিয়ে যাব এবং আগামী দিন গুলিতে বিরোধীদের সঙ্গে লড়াই করে আবার পুনরায় তৃণমূল দলের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এগিয়ে যাব। আবার কুলপি ব্লকের অন্যদিকে বিপরীত চিত্র। বাবুরমহল গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর তৃণমূল দলের অধীনে ছিল এই গ্রাম পঞ্চায়েত। বর্তমানে আজ যৌথ ভাবে বিরোধীদের জোটের মাধ্যমে পঞ্চায়েত গঠন হলো। বাবুর মল অঞ্চলে মোট ১১ টি আসন তার মধ্যে তৃণমূল দল পেয়েছে পাঁচটি আসন, বিজেপি পেয়েছে দুটি আসন, আই এস এফ পেয়েছে দুটি আসন এবং সিপিআইএম দল পেয়েছে একটি ও সিপিআইএম দলের পক্ষ থেকে নির্দল একটি আসন পেয়েছে। বিজেপি, আইএসএফ এবং সিপিআইএম যৌথভাবে বাবুরমহল অঞ্চল গঠন করে। যেখানে তৃণমূল দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তারিই সাথে পাশাপাশি কুলপি কুলপি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন বলদিয়ার গ্রাম পঞ্চায়েত বিরোধী জোটেদের হাতে চলে যায়। বর্তমানে বাবুর মহল গ্রামের সরস্বতী নাইয়া বিজেপি দল দাঁড়িয়ে জয়ী হয়ে প্রধান হিসেবে নিযুক্ত হলেন এবং তারা চাঁদপুর গ্রামে সিপিআইএম দলের পক্ষ থেকে নির্দলে সাইকেল চিহ্নে দাঁড়িয়ে শামসুদ্দিন মোল্লা উপপ্রধান হিসেবে নিযুক্ত হলেন। এর ফলে বিরোধী জোটের কারণে চিন্তা গ্রস্ত অবস্থায় রয়েছে কুলপি এলাকার তৃণমূল শিবির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct