আপনজন ডেস্ক: হরিয়ানার নুহে সাম্প্রদায়িক সংঘর্ষের কয়েকদিন পর বেশ কয়েকটি কৃষক ইউনিয়ন এবং খাপ পঞ্চায়েত শান্তির আবেদন জানিয়েছে এবং গোরক্ষক মনু মানেসারকে গ্রেফতারের দাবি জানিয়েছে। গত ৩১ জুলাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ নুহ শহরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন হোমগার্ড ও একজন ইমাম রয়েছেন।
বজরং দলের নেতা মানেসর এই বছরের শুরুতে দু'জন মুসলিম ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত। নুহ-এ ধর্মীয় শোভাযাত্রায় মানেসর যোগ দেবেন বলে গুজব ছড়িয়ে পড়ার পর শহরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা পরে গুরুগ্রাম এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১১৩টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ১০৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
বুধবার হরিয়ানার খাপ, কৃষক ইউনিয়ন এবং ধর্মীয় নেতাদের একটি বিশাল সমাবেশ সহিংসতার নিন্দা জানাতে হিসারে একটি ‘মহাপঞ্চায়েত’ আয়োজন করে এবং এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে বেশ কয়েকটি প্রস্তাব পাস করে। ভারতীয় কিষাণ মজদুর ইউনিয়ন আয়োজিত মহাপঞ্চায়েতে হিন্দু, মুসলিম ও শিখরা অংশ নিয়েছিলেন। সব ধর্মের মানুষ শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি মহেন্দ্রগড়, রেওয়ারি ও ঝাজ্জর জেলার কিছু পঞ্চায়েত প্রধানের লেখা চিঠি অনলাইনে ছড়িয়ে পড়েছে। চিঠিতে দাবি করা হয়েছে যে পঞ্চায়েতগুলি মুসলিম ব্যবসায়ীদের তাদের গ্রামে ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct