নিজস্ব প্রতিবেদক, ফুরফুরা, আপনজন: বোর্ড গঠনকে কেন্দ্র করে বচসার ফলে ফুরফুরা শরিফে অশান্তি নিয়ন্ত্রণের নামে পুলিশই বোমা নিয়ে এসেছে। আর গ্রামবাসীদের আন্দোলনকে হাতিয়ার করে পুলিশ ফুরফুরা শরিফে বোমা ছুড়ে ইট ছুঁড়ে এলাকায় তান্ডব চালিয়েছে বলে অভিযোগ তুললেন বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকীর অভিযোগ, বোর্ড গঠনকে ঘিরে গণ্ডগোল থেকাতে পুলিশ তার বাড়িতে ইট ছুড়েছে। এ নিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তুমুল বচসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তবে, নওশাদের অভিযোগ পুলিশের ছোড়া ইটের আঘাতে প্রবীণ পীর ইবরাহিম সিদ্দিকীর মাথা ফেট রক্তাক্ত হয়। এমনকী, তার বাড়িতে থাকা তীর্থযাত্রীরাও পুলিশের ছোড়া ইটের আঘাতে আহত হয় বলে অভিযোগ করেন নওশাদ। যদিও, পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। ফুরফুরায় পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসায় জড়িয়েেএকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে নওশাদ পুলিশের কাছে প্রশ্ন তোলেন, ফুরফুরা শরীফের মতো পবিত্র তীর্থস্থানে পুলিশ কাাঁদানে গ্যাস ঢিল ছুড়লেও তারকেশ্বর মন্দির চত্বরে কি এ ধরনের আচরণ করতে সাহস পাবে। অন্যদিকে, পুলিশের তরফে তারে সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ জানানো হয় নওশাদের বিরুদ্ধে। ফুরফুরা শরিফের গ্রাম পঞ্চায়েতের ২৯টি আসনের মধ্যে ২৪টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। আইএসএফ ও সিপিএম পেয়েছে ৫টি আসন। তবে, অশান্তির মধ্যে বাতিল হয়ে যায় ফুরফুরায় পঞ্চায়েতের বোর্ড গঠন। বৃহস্পতিবার বোর্ড গঠন হবে না বলে জানিয়ে দেন বিডিও। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘রাতে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দেয় দুষ্কৃতীরা। সারারাত বোমাবাজি চলে। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বোর্ড গঠন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct