আপনজন ডেস্ক: 'মোদী উপাধি' মন্তব্যের জন্য ফৌজদারি মানহানি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সাজা স্থগিত করতে অস্বীকার করা গুজরাত হাইকোর্টের বিচারপতিকে বদলি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বদলির জন্য যে ২৩ জন বিচারপতির নাম সুপারিশ করেছে তাদের মধ্যে অন্যতম হলেন হেমন্ত এম প্রাচ্ছক। গত জুলাই মাসে বিচারপতি হেমন্ত এম প্রাচ্ছক ১২৩ পৃষ্ঠার রায়ে রাহুল গান্ধির আবেদন প্রত্যাখ্যান করে বলেছিলেন, সাজা স্থগিত করার মতো কোনও বিষয় নেই মামলাটিতে। বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথি অনুসারে, কলেজিয়াম "ন্যায়বিচারের আরও ভাল প্রশাসনের জন্য" বদলির সুপারিশ করেছে ২৩ জন বিচারপতির নাম। এর আগে ২০০২ সালের গুজরাত দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানির পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন বিচারপতি প্রাচ্ছক।
জানা গেছে, বিচারপতি প্রাচ্ছক গুজরাত হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেছিলেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে গুজরাত সরকারের সহকারী আইনজীবী হিসাবে কাজ করেছিলেন। ২০১৫ সালে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার এক বছর পরে, তিনি গুজরাত হাইকোর্টের জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পরামর্শদাতা নিযুক্ত হন। ২০১৯ সাল পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। ২০২১ সালে তিনি গুজরাত হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
বিচারপতি প্রাচ্ছক ছাড়াও ২০০২ সালের গোধরা দাঙ্গা মামলায় প্রমাণ তৈরির অভিযোগে তিস্তা শীতলাবাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের আবেদন থেকে সরে আসা বিচারপতি সমীর দাভে এবং রাহুল গান্ধির সাজা স্থগিতের আবেদনের শুনানি থেকে সরে আসা বিচারপতি গীতা গোপীকেও বদলির সুপারিশ করেছে কলেজিয়াম। বিচারপতি সামির দাভে সম্প্রতি ধর্ষণের শিকার এক নাবালিকার গর্ভপাতের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানির সময় ‘মনুস্মৃতি’ উল্লেখ করে বিতর্কের মুখে পড়েন। বিচারপতি দাভে মৌখিক পর্যবেক্ষণে বলেছিলেন, তোমার মা অথবা ঠাকুরমাকে জিজ্ঞেস করো, তাদের চৌদ্দ-পনেরো বছর বয়স ছিল (বিয়ের জন্য), এবং মেয়েরা ১৭ বছর বয়স হওয়ার আগে তাদের প্রথম সন্তানের জন্ম দিত। মেয়েরা ছেলেদের আগে পরিপক্ক হয়ে যায়। যদিও আপনি পড়তে পারেন, তবে আপনার একবার মনুস্মৃতি পড়া উচিত।
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের চার জন এবং এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতির নামও ৩ আগস্টের কলেজিয়াম রেজোলিউশনের নয়জনের তালিকায় রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্যকান্তের সমন্বয়ে গঠিত কলেজিয়ামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ আগস্ট অনুষ্ঠিত সভায় আরও ১৪ জনের নাম সুপারিশ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct