এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: দরিদ্র ঘর থেকেও উঠে আসতে পারে প্রতিভাধর অ্যাথলেট, যারা মুখ উজ্জ্বল করবে দেশ ও রাজ্যের ৷ প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ ইসমাইল সরদার এমনই প্রত্যাশা নিয়ে অ্যাথলেট শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ বৃহস্পতিবার অশোকনগর সুহৃদ সংঘের মাঠে অশোকনগর কল্যাণগড় অ্যাথলেটিক কোচিং সেন্টারের ১১ জন ছাত্র-ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করেন ইসমাইল সরদার ৷ আর্থিক সহায়তায় সন্তোষ প্রকাশ করে সংস্থার প্রশিক্ষক বাসুদেব ঘোষ জানান, ওই ১১ জন ছাত্রছাত্রী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ৷ আর্থিক সহায়তা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরাও ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ শোভন দত্ত, তিনি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন ৷ সম্প্রতি ‘অ্যাথলেটিক কোচস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর উপ-কমিটির আহ্বায়ক মন্ডলী সদস্য নির্বাচিত হওয়া,উত্তর ২৪ পরগণা জেলার চারঘাটের প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ ইসমাইল সরদার নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি বেশি বেশি করে অ্যাথলেটিক এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান ৷ পাশাপাশি অ্যাথলেট জগতের প্রতিভাবানদের প্রতি সরকারের উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ৷ ইসমাইল বাবু নব্বইয়ের দশক থেকে রাজ্য, দেশ-বিদেশের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলার ক্রীড়াজগতে গর্বের মুকুট জুড়েছেন একের পর এক পালক। এবার তাঁর লক্ষ্য অসহায় দুস্থ ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ দিয়ে সাধারণ মানের ছাত্র-ছাত্রীদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া ৷ তবে, প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ ইসমাইল সরদারে এই অ্যাথলেট প্রীতি জেলার ক্রীড়া মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct