আপনজন ডেস্ক: ‘জুভেন্টাস সাবধান, লুকাকুকে দলে নেওয়ার চেষ্টা কোরো না’—প্রতিপক্ষ নয়, ইতালিয়ান ক্লাবটিকে তাদের সমর্থকেরাই এমন হুঁশিয়ারি দিয়েছেন।ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে দলে নিতে পারে জুভেন্টাস, এমন খবর শোনার পরই খেপেছেন দলটির সমর্থকেরা। গতকাল তো ক্লাবের এক প্রস্তুতি ম্যাচের মাঝপথে মাঠেও ঢুকে পড়েছেন ‘বিক্ষুব্ধ’ সমর্থকেরা। লুকাকুর বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন তাঁরা।জুভেন্টাস নেক্সট জেন দলের বিপক্ষে ম্যাচটি খেলছিল জুভেন্টাসের মূল দল। সেই ম্যাচ চলাকালেই ‘আমরা লুকাকুকে চাই না’ বলে স্লোগান দিয়েছেন সমর্থকেরা।ইংলিশ ক্লাব চেলসি জুভেন্টাস স্ট্রাইকার দুসান ভ্লাহভিচকে দলে নিতে চাইছে। ভ্লাহভিচের সম্ভাব্য বিকল্প হিসেবেই এসেছে বেলজিয়ান স্ট্রাইকার লুকাকুর নাম। কাল অনুশীলন ম্যাচ চলার সময় ভ্লাহভিচ বল পেলেই করতালিতে মুখর হয়েছে স্টেডিয়াম।জুভেন্টাসের উগ্র সমর্থক গোষ্ঠী কুরভা সুদ বিশাল এক ব্যানার নিয়ে যায় গ্যালারিতে। সেই ব্যানারে লেখা ছিল ‘লুকাকু মিলানেই থাক, আমাদের দ্বিতীয় গোলরক্ষক আছে কিন্তু।’চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কী করেছিলেন লুকাকু, সেটিই মনে করিয়ে দিয়েছে ওই ব্যানার। সেই ফাইনালে ইন্টারের রবার্তো দিমার্কো গোল পাননি সতীর্থ লুকাকুর কারণেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct