আরবাজ মোল্লা, কলকাতা, আপনজন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিন অফ সাইন্স সুবিনয় চক্রবর্তীকে এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিতে মোট আটজনের সদস্য রয়েছে। এবং এই কমিটি গঠন হওয়ার পর সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রের মৃত্যুর পর, আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ৩:৩০ নাগাদ এই কমিটি একেবারে মূল ঘটনাস্থলে অর্থাৎ যেখান থেকে স্বপ্নদ্বীপ গতকাল রাতে ঝাঁপ দিয়েছিলেন সেই জায়গা পরিদর্শন করলেন তারা। তবে, নদিয়ার বাসিন্দা ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। আত্মহত্যা না খুন তা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, হাঁসখালি থানার বগুলার কলেজ পাড়া এলাকার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুন্ডু এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। সম্প্রতি উচ্চশিক্ষা লাভের জন্য বাংলা প্রথম বর্ষের ছাত্র হিসেবে যাদবপুরে ভর্তি হয়। জানা যায়,হোস্টেল চত্বরে নিচে স্বপ্নদ্বীপকে গুরুতর জখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মৃত্যু হয় স্বপ্নদীপের। এটি ব়্যাগিং না আত্মহত্যা তা নিয়ে রীতিমতো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে ছাত্রটির মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোন অভিযোগ জমা না পড়লেও ছাত্রটির মৃত্যু নিয়ে গভীর ধঁয়াশার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বগুলা কলেজ পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct