আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে “উড়ন্ত চুম্বনের কথা” বলার জন্য আক্রমণ করেন। স্মৃতি ইরানির উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন বিজেপির একজন সংসদ সদস্যদের বিরুদ্ধে মহিলা কুস্তিগীর যৌন হয়রানির অভিযোগ করেছিলেন, তখন আপনি একটি শব্দও করেননি।’ বুধবার লোকসভায় মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা ছিল। সেখানে রাহুল বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার ‘ঘৃণা’র রাজনীতিকে। তার বিরুদ্ধে মণিপুরে ভারতমাতাকে হত্যা করার অভিযোগ আনেন। রাহুলের পর ভাষণ দিতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার বক্তৃতা চলাকালে রাহুল সভাকক্ষ ত্যাগ করেন। স্মৃতির অভিযোগ, সভা ছেড়ে যাওয়ার আগে রাহুল নাকি তাদের দিকে উড়ন্ত চুমু বা ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির নারী সংসদ সদস্যরা স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। নারী সদস্যদের সম্মানহানি করার অভিযোগে বিদ্ধ করেছেন রাহুলকে। বিজেপির সংসদ সদস্য ও ভারতের রেসলিং ফেডারেশনের বিদায়ী প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের নাম না উল্লেখ করে মহুয়া মৈত্র সাংবাদিকদের বলেন, ‘যখন আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগীররা একজন বিজেপির সংসদ সদস্যের বিরুদ্ধে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, তখন আমরা আমাদের নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রীর মুখে একটি শব্দও শুনিনি, আর এখন তিনি কিছু উড়ন্ত চুম্বনের কথা বলছেন। ম্যাডাম, আপনার কাছে কোনটির গুরুত্ব বেশি?’ বুধবার স্মৃতি ইরানি তার ভাষণে ‘উড়ন্ত চুমুর’ প্রসঙ্গে বলেন, এমন আচরণ সংসদে আগে কখনো দেখা যায়নি। এক কংগ্রেস নেতাও বলেছেন, সভাকক্ষ ছেড়ে যাওয়ার সময় রাহুল সভা কক্ষে যাদের তিনি ভাই-বোন বলে সম্বোধন করেন, তাদের দিকে উড়ন্ত চুমু দেওয়ার মতো ভঙ্গি করেন। তিনি কোনও নির্দিষ্ট মন্ত্রী বা সাংসদ কিংবা স্মৃতি ইরানিকে লক্ষ্য করে এমন কিছু করেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct