এম মেহেদী সানি, মিনাখাঁ, আপনজন: উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের সুন্দরবন এইচ এম টি এ হাই মাদ্রাসায় মঙ্গলবার ও বুধবার দুদিন অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী ৷ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষা মজাদার ও অর্থবহ করে তোলবার জন্য সরকারি নির্দেশে এই আয়োজন বলে জানা গিয়েছে ৷ ওই বিজ্ঞান প্রদর্শনী উৎসব মিনাখাঁ ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷ মাদ্রাসার শিক্ষক আবেদ আলি জমাদার বলেন, ‘এই আয়োজন আমাদের মাদ্রাসার বিজ্ঞান শাখা খোলার বিষয়ে আগ্রহী করবে’ প্রধান শিক্ষক আব্দুল আজীজ জানান, ‘শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াবার লক্ষ্যেই রাজ্য সরকারের নির্দেশে এই আয়োজন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct