রঙ্গিলা খাতুন, ভরতপুর, আপনজন: এ যেন উলোট পুরান বিজেপির সমর্থনে জজান গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নির্বাচন হলেন রিনা খাতুন।বুধবার মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের পাশাপাশি ভরতপুরের চারটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হল। তবে রামধনু জোটে প্রাধান নির্বাচন হল জজান গ্রাম পঞ্চায়েতে। জজান গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮ । তৃণমূল পাই ৫টি আসন, বিজেপি পাই ৬টি আসন, নির্দল পাই ৫টি আসন কংগ্রেস ও সিপিএম একটি করে আসন পাই। কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাই নি একক ভাবে। বোর্ড গঠনে দেখা গেল অন্য সমীকরণ । প্রধান হিসেবে দুজনের নাম প্রস্তাব করা হয় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের জয়ী প্রার্থী রিনা খাতুন নাম প্রস্তাব করা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে সাবিনা বেগমের নাম প্রস্তাব করা হয়। ৭/১১ব্যবধানে প্রধান নির্বাচিত হয়েছেন রিনা খাতুন। রিনা খাতুন কে সমর্থন দিয়েছেন ৬ বিজেপি সদস্য ২নির্দল সদস্য কংগ্রেসের এক সদস্য ও সিপিএম ১ সদস্য। তৃণমূলের বিরুদ্ধে দল বিরোধী কাজ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাধিক দলকে নিকে প্রধান নির্বাচিত হওয়ায় অস্বস্তিতে তৃণমূল দল । এর পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটের জয়ী মাধব মাজি। বোর্ড গঠনের পরে পঞ্চায়েত থেকে বেড়িয়ে এসে অবীর খেলায় মাতলেন বিজেপি ও তৃণমূলের কর্মীরা। পঞ্চায়েত সদস্য সহ কর্মীরা গেরুয়া ও সবুজ আবীর মেখে মালা পরিয়ে চলল বিজয় উৎসব। আকাশে উড়ল গেরুয়া আর সবুজ রঙের আবীর। যদিও এই বোর্ড গঠন নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ভরতপুর ১নং ব্লকের সভাপতি সঞ্জয় সরখেল । তিনি বলেন যিনি প্রধান হয়েছেন তিনি দল বিরোধী কাজ করেছেন। দলের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন দলের সমর্থন নিয়ে প্রধান হয়েছেন। আমি জেলা নেতৃত্ব কে জানিয়েছি তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct