আপনজন ডেস্ক: মণিপুর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণের ‘আপত্তিকর’ অংশগুলো লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল।লোকসভায় বুধবার রাহুল অনাস্থা প্রস্তাবে অংশ নিয়ে ভাষণ দেন। লোকসভার সদস্যপদ ফেরত পাওয়ার পর এটাই ছিল লোকসভায় তাঁর প্রথম ভাষণ।৩৭ মিনিটের ভাষণের শেষাংশে রাহুল মণিপুরের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিস্পৃহতা ও উদাসীনতাকে। দায়ী করেন মোদির দল বিজেপির ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে।রাহুল তাঁর ভাষণে বলেন, মণিপুরে তারা (বিজেপি) ভারতের অন্তরাত্মার আওয়াজকে চুপ করাতে চেয়েছে। মণিপুরে তারা ভারতমাতাকে হত্যা করেছে।সরকারপক্ষকে উদ্দেশ করে রাহুল বলেছিলেন, ‘আপনারা দেশদ্রোহী। দেশপ্রেমিক নন, দেশভক্ত নন।’রাহুলের ভাষণ দেওয়ার সময় সরকারপক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। সে সময় একটা পর্বে ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে স্পিকার ওম বিড়লাকে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গিয়েছিল।গতকাল রাতে লোকসভার কার্যবিবরণী থেকে ‘ভারতমাতা’, ‘ভারতমাতাকে হত্যা করা’, ‘আপনারা দেশদ্রোহী’—এসব কথা মুছে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct