উদাস হাওয়া
আতিকুর রহমান
একমুঠো বাতাসের জন্য এত
এই বিশ্বাস, বন্ধুত্ব আর
ভালোবাসার কাছে কথা রেখে আসি
আগুনের মতো - চারিদিকে ছড়িয়ে পড়ে
আলো, আবেশ, আবেগের নতি
ছাই হয়ে বয়ে যায় দিন;
দিনের পরে দিন, মাসের পর
বছরের শেষ পাতায় তবু কিছু স্মৃতি
ছুঁয়ে যায় আমাদের ব্যস্ত শহর।
বার বছর আগে তুমি একবার
জল হয়ে ফিরে আসো যদি, পাখি হয়ে
নদি হয়ে ফিরে গিয়ে
চোখ মেলে চাও চলচ্ছবি;
কোথাও ক্লান্তি নেই, উদাস উদ্বেগ নিয়ে
এই ভাবে ঝিমিয়ে পড়িনি।
কৈশোর কিশলয়ে কী উল্লাস
কী প্রশান্ত জীবন তখন, যেন
টাটকা বর্ষণ মেখে শুভ্র বকের ডানা
মাঠের ভাসান দেখে মনে হয়
মগ্ন চোখের কোণে পুলকিত
সে এক গভীর প্রণয়।
একমুঠো বাতাসের পানে অপলক
চেয়ে থাকা ভীষণ কঠিন - ভালোবাসা
ভীড় করে ঠুনকো অন্ধকারে; বিশ্বাস
দেখতে পাওয়া নাকি এতই অবিশ্বাস্য,
ভরসা উঠিয়ে নিয়ে রঙ মেখে বন্ধুত্ব
নিঃসঙ্গতায় হাঁটে শৌখিন - হাঁটতে হাঁটতে
ফুরিয়ে যাওয়া শক্তি, সাহস আর
অজানা বেদনায় সহজ বন্ধুত্বের চোখ
ফেলে আসা পথে চেয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct