অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে সারম্বরে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত সুকান্ত ভবনে জেলা স্তরের এই আদিবাসী দিবস পালন করা হয়। বুধবার অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে হাজির ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, মহকুমা শাসক (গঙ্গারামপুর) পি প্রমথ সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সকলে। উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর আদিবাসী ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আদিবাসী কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এরপর ওই সম্প্রদায়ের নিজস্ব কায়দায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাধারন মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের নেওয়া একাধিক প্রকল্প তুলে ধরা হয় প্রদর্শনীর মাধ্যমে। এদিনের অনুষ্ঠান মঞ্চে থেকে নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নশীল কাজের খতিয়ানের পাশাপাশি আদিবাসী মানুষদের জন্য কি পরিকল্পনা রয়েছে তা বিস্তারিত ভাবে উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। অন্যদিকে, এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, ‘রাজ্য জুড়ে বিশ্ব আদিবাসী দিবস বুধ পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে তার শুভ সূচনা করেছেন।’এ বিষয়ে জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ দপ্তরের আধিকারিক ইশা তামাং জানান, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ১২ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভালো ফল করা পড়ুয়াদের ল্যাপটপ ও ট্যাবলয়েড দেয়া হয়। জেলা জুড়ে প্রায় ৫৯ জন এসসি ও এসসি পড়ুয়াদের ডঃ বিআর আম্বেদকর মেধা পুরস্কার তথা চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, কৃষক বন্ধু প্রকল্পে চেক, চারা গাছ, ধামসা মাদল, জমির পাট্টা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হয় আদিবাসী সম্প্রদায় ভুক্ত বেশ কিছু সাধারণ মানুষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct