আপনজন ডেস্ক: লিওনেল মেসির বার্সেলোনায় না এসে ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্তের পরই জাভিকে শুনতে হয়েছিল প্রশ্নটি। মেসিকে না পেয়ে বার্সা কি তবে এবার নেইমারের দিকে হাত বাড়াবে? জবাবে বার্সা কোচ জানিয়ে দেন, নেইমার তাঁদের ‘পরিকল্পনায় নেই’। এরপর শোনা যায় উসমান দেম্বেলেকে দলে ভেড়ানোর প্রস্তাব দিতে গিয়ে নেইমারকে ধারে বার্সায় পাঠাতে চেয়েছিল পিএসজি কর্তৃপক্ষ। কিন্তু এবারও ‘নাহ, ধন্যবাদ’ বলে নেইমারের জন্য দরজা বন্ধ করে দেন জাভি। ফুটবলে দলবদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। যতক্ষণ চূড়ান্ত সিদ্ধান্ত না আসছে, বাতাস মোড় নিতে পারে যেকোনো দিকে। নেইমারের ব্যাপারে জাভির অবস্থানের ক্ষেত্রেও তেমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এত দিন ধরে ‘না’ বলে আসা জাভি এবার আর সরাসরি না বলেননি। বলেছেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটা শেষ পর্যন্ত দেখতে চান তাঁরা। হোয়ান গাম্পার ট্রফিতে টটেনহামকে ৪–২ গোলে হারানোর পর নেইমারের দলবদল নিয়ে কথা বলেছেন জাভি। গত পরশু লেকিপ জানায়, নেইমার পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। এর পর থেকে মূলত আলোচনায় তাঁর বার্সায় আসার প্রসঙ্গটি। জাভি বলেছেন, ‘নেইমার? আমি কিছুই বলতে পারছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct