সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: অক্সিজেনের অভাবে ক্যানসার আক্রান্ত এক রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা গোগড়া গ্রামীন হাসপাতালে, হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের । অক্সিজেনের অভাবে ক্যানসার আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গোগড়া গ্রামীন হাসপাতালে। গতকাল রাতে অঞ্জলী চৌধুরী নামের ওই রোগীর মৃত্যু হয়। এরপর আজ সকালে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখান। বিষয়টি নিয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই ক্যানসারে ভূগছিলেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সাঁইতাড়া গ্রামের বাসিন্দা অঞ্জলী চৌধুরী। শারিরীক সমস্যা দেখা দেওয়ায় গতকাল রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে। অভিযোগ রোগীর শ্বাসকষ্ট হচ্ছে বুঝতে পেরে অক্সিজেন দেন কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। রোগীর পরিজনদের অভিযোগ একের পর এক অক্সিজেন সিলিন্ডার এনে চালানো হলেও সিলিন্ডার গুলিতে কোনো অক্সিজেন ছিল না। রোগীর পরিজনদের দাবী শেষ পর্যন্ত গভীর রাতে অক্সিজেনের অভাবেই মারা যান ওই রোগী। এরপর আজ সকালে হাসপাতালের গাফিলাতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct