নিজস্ব প্রতিবেদক, খড়গ্রাম, আপনজন: মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের রুহিগ্রামে খুন হলপঞ্চায়েত সদস্যের ছেলে। পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনের দিনেই ফের রক্তাক্ত হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সাদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পক্ষ থেকে প্রধান এবং উপপ্রধান গঠনের পরেই পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে মৃতের নাম হুমায়ূন খামারু। ঘটনাটি ঘটেছে খরগ্রাম থানার অন্তর্গত রুহি গ্রামে। একইসঙ্গে ওই ঘটনার জেরে আহত হন শফিক সেখ বলে আরোও একজন। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বুধবার খড়গ্রামের সাদল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠিত হয়। এবং উপপ্রধান গঠন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আর তারপরেই রুহি গ্রামের চায়ের দোকানে বসে গল্প করছিলেন হুমায়ূন খামারু । আর তখনই হুমায়ুন খামারুকে আবির দেওয়া হয়। পাশাপাশি তাকে লক্ষ্য করে চকলেট বোমও ফাটানো হয়। আর সেই ঘটনার প্রতিবাদ করতেই হুমায়ুন খামারুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত হুমায়ুন খামারুন মা কংগ্রেসের প্রতীক চিহ্নে জয়ী হয়েছিলেন। মা সানায়ারা বিবি গত দুইদিন আগে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন। সাদল গ্রাম পঞ্চায়েতের মোট ২৩ টি আসনের মধ্যে দুটো কংগ্রেস, ৮টি নির্দল, ১৩টা তৃণমূল পায়। বুধবার প্রধান হন রাজ বানু বিবি। এই ঘটনার জেরে উত্তেজনা ছাড়ায় এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct