আপনজন ডেস্ক: উত্তর আমেরিকায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৬ আগস্ট) নবমবারের মতো ইমাম আল-শাতেবি বার্ষিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বালক শাখায় প্রথম হয়ে টয়োটা ক্যামরি গাড়ি পুরস্কার পান নিউজার্সির ইমরান ডুকা। দ্বিতীয় হয়ে ৯ হাজার ডলার পুরস্কার পান ভার্জিনিয়ার আবদুল ওয়াহ আহমেদ এবং তৃতীয় হয়ে সাত হাজার ডলার পুরস্কার লাভ করে টেনেসির মোহাম্মদ হোসাইন ওমর। বালিকা শাখায় প্রথম হয়ে টয়োটা ক্যামরি গাড়ি পেয়েছেন ওয়াশিংটন ডিসির উসরা আবদুর রহমান, দ্বিতীয় হয়ে ৯ হাজার ডলার পেয়েছেন মিনেসোটার ইকরাম জামা উমার এবং তৃতীয় হয়ে সাত হাজার ডলার পেয়েছেন পেনসিলভেনিয়ার জয়নব জাহরা আলাও। প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের শিক্ষক শায়খ ড. আহমদ ঈসা আল-মাসারাবি। বিচারকদের মধ্যে আরো ছিলেন, পবিত্র মসজিদে নববীর কারি শায়খ ইহাব ফিকরি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিরাত বিভাগের শিক্ষক ড. আহমদ বিন আলি বিন আবদুল্লাহ আল-সুদাইস, ড. মুহাম্মদ ফুয়াদ আবদুহু, যুক্তরাষ্ট্রের আল-হিদায়াহ মসজিদের পরিচালক শায়খ কারি হিসাম মারজুক, ড. মোস্তফা মিফতাহসহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct