আপনজন ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন বুধবার। দীর্ঘ ১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বুধবার দুপুর ১২টার দিকে তিনি নিজের বাসভবন দক্ষিণ কলকাতার ৫৯ পাম এভিনিউর বাড়িতে ফেরেন। এখন বাড়িতে সার্বক্ষণিক একজন নার্স তার তত্ত্বাবধানে থাকবেন। আর হাসপাতালের চিকিৎসকেরাও নিয়মিত তাঁর বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন। গত ২৯ জুলাই শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস হাপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানে তাঁর চিকিৎসায় ১১ সদস্যের দল গঠন করা হয়েছিল।ইতিমধ্যে তিনি নিউমোনিয়া থেকে মুক্ত হয়েছেন, ফুসফুসের সংক্রমণ কমে গেছে। এখন ধীরে ধীরে কথা বলতে পারছেন, দাঁড়াতে পারছেন, মুখ দিয়ে তরল খাবার খেতে পারছেন। যদিও এখন তাঁর ফিজিওথেরাপি চলছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বিআইপিএপি সুবিধা ও প্রয়োজনীয় সহায়তাসহ একটি অ্যাম্বুলেন্সে করে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা সহায়তায় থাকবেন ভট্টাচার্য।তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে তিনি বাড়িতে বিআইপিএপি ও অন্যান্য প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টে থাকবেন। চিকিৎসকদের একটি দল কিছু সময়ের জন্য তার অবস্থার উপর নজর রাখবে।কারণ সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) এবং অন্যান্য বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ভট্টাচার্য।বাম নেতা ২০২০ সালে দলের সিনিয়র জ্যোতি বসুর কাছ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেন। তিনি ২০১১ সাল পর্যন্ত এই পদে ছিলেন।বুদ্ধদেব ভট্টাচার্য ২০১৫ সালে সিপিআই (এম) পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেন এবং ২০১৮ সালে দলের রাজ্য সচিবালয়ের সদস্যপদ ছেড়ে দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামদের সমাবেশে অক্সিজেন সাপোর্ট নিয়ে এসে দলীয় কর্মীদের চমকে দিয়ে শেষবার তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। এদিকে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যর হাসপাতালের চিকিৎসার খরচ বহন করবে দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct