আপনজন ডেস্ক: পরিসংখ্যানের ভালোই খোঁজখবর রাখেনবলেই ৮৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পর সাংবাদিকদের প্রশ্নে তথ্যের গরমিল দেখে শুধরে দিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি জানিয়ে দিয়েছেন, গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে সেঞ্চুরি করতে পারলে সেটা হতো তাঁর চতুর্থ সেঞ্চুরি। নিজের সেঞ্চুরির কথা যেমন জানেন, সূর্য ধারণা রাখেন নিজের ব্যর্থতা সম্পর্কেও। আর সেটা স্বীকার করতেও দ্বিধা নেই এই ভারতীয় ব্যাটসম্যানের।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা সূর্য ওয়ানডে সংস্করণে নামলেই খেই হারিয়ে ফেলেন। টি-টোয়েন্টিতে যেখানে সূর্যর গড় ৪৫.৬৪, সেখানে ওয়ানডে ক্রিকেটে তা মাত্র ২৪.৩৩। ওয়ানডে সংস্করণে সর্বশেষ ১৮ ইনিংসে কোনো অর্ধশতক নেই সূর্যর। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হয়ে এর চেয়ে বেশি ইনিংস ফিফটি না করার ‘রেকর্ড’ আর কোনো ভারতীয়র নেই। এর আগে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের সেপ্টেম্বরের মধ্যে টানা ১৭ ইনিংস ফিফটির দেখা পাননি সুরেশ রায়না। এ বছরের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টানা তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন সূর্য।
তবে টি–টোয়েন্টি ফর্ম বিবেচনায় একদিনের ক্রিকেটেও দ্রুতই রান পাবেন ভরসায় ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার সুযোগ পেয়েছেন। তবে এখানেও বলার মতো কিছুই করতে পারেননি। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে—১৯, ২৪ ও ৩৫। হয়তো এসব পরিসংখ্যান জেনেই সূর্যকমার ওয়ানডেতে নিজের পারফরম্যান্সের দুরবস্থার কথা অকপটেই বলেছেন।
গায়ানায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডানহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘ওয়ানডেতে আমার পারফরম্যান্স খুবই খারাপ। এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই, সবাই এরই মধ্যে জানে। নিচের সঙ্গে সৎ হতে হবে, উন্নতি করাটাও গুরুত্বপূর্ণ।’সূর্যকুমার এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৫১টি। ওয়ানডে খেলেছেন এর অর্ধেকের মতো—২৬টি। সূর্য মনে করছেন, ওয়ানডে সংস্করণ কম খেলেন বলেই এই সংস্করণ তাঁর জন্য বেশি চ্যালেঞ্জিং, ‘আমরা টি-টোয়েন্টি অনেক বেশি খেলি, আমরা জানি সেখানে পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct