আপনজন ডেস্ক: জয়ের ব্যবধান দিয়ে বোঝানো যাবে না ম্যাচের রূপ। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে আল শোরতার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল আল নাসরের। ক্রিস্টিয়ানো রোনাল্ডো-সাদিও মানেরাও ছিলেন উজ্জ্বল। কিন্তু কখনো নিজেদের ভুলে আবার কখনো ভাগ্য বিড়ম্বনায় পাওয়া হচ্ছিল না কাঙ্ক্ষিত গোলটি। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলেই খুলল গেড়ো। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। সেই গোলেই প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেয়েছে আল নাসর। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে আল নাসর।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসর। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। অন্যদিকে, শুরু থেকেই বল প্রতিপক্ষ ডি-বক্সের আশপাশে থাকলেও, সুযোগ তৈরিতে অবশ্য সুবিধা করতে পারছিলেন না রোনাল্ডো-সাদিও মানেরা। এর মধ্যে ২২ মিনিটে তালিসকার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান শোরতা গোলরক্ষক। প্রচেষ্টাটি আলোর মুখ না দেখলেও আল নাসর অবশ্য হাল ছাড়েনি। শেষ পর্যন্ত গোলমুখ খোলেন রোনাল্ডো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct