মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: শিশুর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দিতে অনুষ্ঠিত হল বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস। মঙ্গলবার বন্ধন ব্যাংকের আর্থিক সহায়তায় কোন্নগর বন্ধন হেল্থ প্রোগ্রামের পক্ষ থেকে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মাতৃ দুগ্ধ দিবস অনুষ্ঠিত হয়। ছয় মাস বয়স পর্যন্ত মাতৃ দুগ্ধ একটি শিশুর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে দু বছর বা তারও বেশি বয়স পর্যন্ত পরিপূরক খাবারের সঙ্গে বুকের দুধ খাওয়া অত্যন্ত জরুরী। সব মিলিয়ে নব জাতক ও শিশুদের শারীরিক সংকট থেকে মুক্ত করা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তার উপর জোর দিতেই এই কর্মসূচি। এদিন সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন এলাকার গর্ভবতী মহিলা সহ লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ কর্মকার সহ অন্যান্য স্বাস্থ্য কর্মী এবং বন্ধন হেল্থ প্রোগ্রামের স্বাস্থ্য কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct