ওবাইদুল্লা লস্কর ও ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন বিজেপির প্রধান পদের প্রার্থী সুপ্রিয়া মন্ডল। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে নিয়োগ হলেন তিনি। উপপ্রধান পদে নির্বাচিত হলেন মোহাম্মদ আয়শার আলী মন্ডল। শেরপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ২১ টি। তার মধ্যে বিজেপি জয়লাভ করেছিলেন পাঁচটি আসনে। কংগ্রেস একটি, সিপিআইএম একটি, নির্দল একটি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করা হয়েছিল তেরো টি আসনে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থী, নির্দল একজন, কংগ্রেসের একজন ও সিপিআইএমের একজন বিজেপি প্রার্থী সুপ্রিয়া মণ্ডলকে সমর্থন করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুপ্রিয়া মন্ডল বিজেপির পক্ষ থেকে জয়লাভ করেন।যদিও এই প্রধান পদটি ছিল তফশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। তৃণমূলের ১৩ টি আসনের মধ্যে কেউ তফশিলি সম্প্রদায়ের প্রার্থী না থাকায় বিজেপির প্রার্থী সুপ্রিয়া মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ সে চলে আসে। তৃণমূলের তৃণমূলের দুইজন উপপ্রধান পদে প্রার্থী ছিলেন। তার মধ্যে আয়েশার আলী মন্ডলকে বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল ও আরো দুটি তৃণমূল সমর্থন করায় উপপ্রধান পদে তিনি জয়ী হন। তাদের প্রত্যেকের দাবি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জনগণকে উপহার দেবেন। এই জয় আনন্দে বাঁধ ভেঙেছে বিজেপি ও তৃণমূলের সমবেত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct