মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলা পুলিশ ধারাবাহিকভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে আবারো সেহারাবাজারে অনুষ্ঠিত করল এই কর্মসূচি । পুলিশের তরফ থেকে পথচারী মানুষ এবং যারা রোডে হেলমেট পড়ে যাচ্ছেন তাদেরকে বৃক্ষ চারা দিয়ে হেলমেট পরতে উদ্বুদ্ধ করল । এই সেভ ড্রাইভ সেফ লাইফ ও বিক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন এস ডি পি ও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক দেবদ্রিস বিশ্বাস, ওসি খণ্ডঘোষ সুব্রত বেরা, ওসি রায়না সৈকত মন্ডল , সেহারা ট্রাফিক ওসি প্রদীপ পাল ও সেহারা আউটপোস্টের ওসি প্রীতম বিশ্বাস। ডিএসপি ট্রাফিক দেবদ্রিস বিশ্বাস বলেন মানুষকে সচেতন করতেই তাদের এই প্রোগ্রাম। পরিবেশকে রক্ষা করতে বৃক্ষ বিতরণ কর্মসূচি। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন তারা সারা বছর ধরে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। মানুষকে সচেতন করতে পারলে এবং দুর্ঘটনা কমাতে পারলে তাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে তিনি জানান। এর সঙ্গে তিনি বৃক্ষরোপণের উপর জোর দেন। পুলিশের এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct