নকীব উদ্দিন গাজী, মথুরাপুর, আপনজন: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই বিরোধী শিবিরে ভাঙন মথুরাপুরে। শংকরপুর ও নালুয়া দুই পঞ্চায়েতের মোট তিনজন সিপিএম প্রার্থী যোগদান করল শাসক দলে। রায়দিঘির বিধায়ক অলক জলদাতার হাত থেকে দলীয় পতাকা তুলে নেয় তারা। উপস্থিত ছিল সুন্দরবন সংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার, মথুরাপুর ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার সহ অন্যান্যরা।মূলত শংকরপুর অঞ্চলের ১৯ টি বুথের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আটটিতে অন্যদিকে নালুয়া গ্রাম পঞ্চায়েতেরও ১৯ টি বুথের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল নটিতেএদিন শংকরপুর অঞ্চল থেকে দুজন সিপিএমের জয়ী প্রার্থী মনিরা মীর ও অমর নাইয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করার তৃণমূল কংগ্রেসের সদস্য বেড়ে দাঁড়ালো দশটি।অন্যদিকে নালুয়া পঞ্চায়েতেরও এক সিপিএম জয়ী প্রার্থী হাবিব পিয়াদা তৃণমূলে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো দশটি।আগামী দিনে শংকরপুর ও নালুয়া দুটি পঞ্চায়েতি বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস।অন্যদিকে যোগদানকারী সিপিএম প্রার্থীদের দাবি তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে। আগামী দিনে তারা মানুষের হয়ে কাজ করতে চায়।আর পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই এই রদবদল অনেকটাই অক্সিজেন যোগালো শাসকদলকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct