আপনজন ডেস্ক: চলতি বছরের দাবদাহে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন এক রিপোর্টে জানিয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন এই সংখ্যা চরম আবহাওয়ার কারণে প্রাণ হারানোর প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। দেশটির তিনটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব রাজ্যেই সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আগস্টের প্রথম দিকে অ্যারিজোনার পিমা কাউন্টিতে ৬৪ জন, অ্যারিজোনায় ম্যারিকোপা কাউন্টিতে ৩৯ জন, নেভাদার ক্লার্ক কাউন্টিতে ২৬ জন, টেক্সাসের ওয়েব কাউন্টিতে ১১ জন এবং টেক্সাসের হ্যারিস কাউন্টিতে সাত জন মারা গেছেন। এছাড়াও দেশটির ক্যালিফোর্নিয়া, দক্ষিণ ও মধ্যপশ্চিমের কিছু অংশেও তাপজনিত মৃত্যুর খবর পাওয়া গেছে। ম্যারিকোপা কাউন্টিতে কমপক্ষে ৩৯ জনের তাপজনিত মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত্যুর সম্ভাব্য তাপ-সম্পর্কিত কারণ উদঘাটনে আরো ৩১২টি মৃত্যু এখনো তদন্তাধীন।সংবাদমাধ্যম সিএনএন-এর মতে, জুনের শেষের দিকে তাপমাত্রা রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ার কারণে এবং জুলাই মাস পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বাড়তে থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct