টফি লস্কর, কুলপি, আপনজন: গভীর রাতে বোমা পাচারের সময় গ্রামবাসীরা হাতেনাতে পাকড়াও করল দুষ্কৃতিদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি বিধানসভার ঢোলা থানা এলাকার আবাদ ভগবানপুরে এলাকায়। চারটি ড্রাম থেকে প্রায় ৭০ টির মত তাজা বোমা উদ্ধার হয়েছে। গ্রেফতার একজন। জানা গিয়েছে, মঙ্গলবার দিন গভীর রাতে আবাদ ভগবানপুর গ্রাম থেকে টোটো গাড়িতে করে দুষ্কৃতীরা বোমা নিয়ে যাবার সময় ঘটনাটি ঘটেছে। সেই সময় গ্রামের মানুষজনেরা সন্দেহ হওয়াতে দুষ্কৃতীদের ঘিরে ধরে, তারাই পরে দেখতে পায় টোটোতে ৪ টি ড্রাম বোঝাই তাজা বোমা রয়েছে। ঘটনার স্থল থেকে খবর দেওয়া হয় ঢোলা থানার পুলিশকে। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ৪ টি বোমা ভর্তি ড্রামসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি কামারুজ্জামান মোল্লাকে ঢোলা থানার প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে আজ অর্থাৎ বুধবার দিন। তারিই জন্য অশান্তি পাকাতে বোমা গুলি নিয়ে এসেছিল কিছু ব্যক্তি। তবে বোমাগুলি কারা কেন নিয়ে যাচ্ছিলো এবং কোথায় নিয়ে যাচ্ছিল তারিই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct