আপনজন ডেস্ক: লন্ডনে দেয়াল লিখন শিল্পের জন্য সুপরিচিত ব্রিক লেনের একটি দেয়ালে চীনের কমিউনিস্ট পার্টির মতাদর্শের স্লোগান দেখা যাচ্ছে, যা ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ দিনে একদল লোক ব্রিক লেনের সাদা দেয়ালে লাল রঙের স্প্রে দিয়ে চীনা ভাষায় বড় বড় করে স্লোগানগুলো আঁকছে। সেখানে ১২টি করে দুই অক্ষরের শব্দ দিয়ে গঠিত চীনের ‘মূল সমাজতান্ত্রিক মূল্যবোধ’ লেখা হয়েছে, যা চীনের বর্তমান প্রেসিডেন্ট শি চিনপিংয়ের শাসনামলের সবচেয়ে প্রচলিত রাজনৈতিক স্লোগান। ব্রিক লেনের দেয়ালে এই স্লোগান দেখা যাওয়ার পর অনলাইনে বিতর্ক শুরু হয়েছে যে এগুলোকে আসলে ‘স্ট্রিট আর্ট’ বা দেয়াল লিখন শিল্প হিসেবে গণ্য করা হবে কি না এবং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে কিভাবে রাজনৈতিক প্রচারণাকে মিলিয়ে ফেলা হয়? তবে এই স্লোগান দেখা যাওয়ার পর ব্রিক লেনের দেয়ালটি ভিন্ন মতাদর্শের স্লোগান লেখার একটা জায়গা হিসেবে তৈরি হয়েছে। ওই স্লোগানের পাল্টা হিসেবে চীন সরকারের সমালোচনা করে নতুন গ্রাফিতি আঁকা হয়েছে। আবার কেউ কেউ সেসব স্লোগানের সামনে একটি ‘না’ যুক্ত করে দিয়েছেন। বিভিন্ন ধরনের বার্তা লিখেছেন অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct