আপনজন ডেস্ক: তানভীর সাংহা—নামটা শুনেছেন কখনো? উত্তরটা না হলেও খুব বেশি সমস্যা নেই। ক্রিকেটের খবর খুব একটা রাখেন না তা মনে করারও কারণ নেই। কারণ, সাংহা তো এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, ঘরোয়া ক্রিকেটেও যে খুব অভিজ্ঞ সেটাও বলা যাবে না। এরপরও হঠাৎ তিনি কেন আলোচনায়? এই অনভিজ্ঞ সাংহা যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন। অপেক্ষায় আছেন স্পিনার অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগারদের সঙ্গে ভারতের বিমান ধরার। তানভীর সাংহা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র আটটি (২৪ উইকেট), লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচও খেলেছেন হাতে গোনা মাত্র পাঁচটি (৭ উইকেট)। রমরমা টি-টোয়েন্টির বাজারেও এই সংস্করণে সব মিলিয়ে খেলেছেন ২৮টি (৩৭ উইকেট) ম্যাচ। চোটের কারণে তো গত বছরের আগস্টের পর কোনো পেশাদার ক্রিকেটও খেলেননি। এরপরও নিউ সাউথ ওয়েলসের এই লেগ স্পিনারের ওপর কেন ভরসা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া, সে উত্তর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির মুখেই শুনুন, ‘যখন সে ফিট ছিল, সে সময় বিগ ব্যাশে তাঁর ফর্ম আমাদের মুগ্ধ করেছে। তাঁর সম্পর্কে যে কথাটা সবচেয়ে প্রচলিত, সেটা হচ্ছে মাঠে সে অনেক পরিপক্ব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct