আপনজন ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দিল্লির সরকারি বাংলো পুনরায় বরাদ্দ করা হয়েছে। তাঁর লোকসভা সদস্যপদ পুনরুদ্ধারের একদিন পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ‘মোদী উপাধি’ মানহানি মামলায় তাঁর সাজা স্থগিত করে সাংসদ হিসাবে ফিরে আসার পথ সুগম করেছিল। সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার হাউস কমিটি রাহুল গান্ধীকে ১২, তুঘলক লেনে তাঁর পুরানো বাংলো বরাদ্দ করেছে। রাহুল গান্ধী গত এপ্রিলে বাংলোটি খালি করে তার মা সোনিয়া গান্ধীর বাসভবনে স্থানান্তরিত হন। রাহুল তখন বলেছিলেন যে সত্য বলার জন্য তিনি মূল্য পরিশোধ করছেন এবং জনগণের ইস্যুগুলি উত্থাপন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ২০২৩ সালের মার্চ মাসে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর রাহুলকে ২২ এপ্রিলের মধ্যে ১২, তুঘলক লেনের বাংলো খালি করতে বলা হয়েছিল। ২০১৯ সালে কর্ণাটকের কোলারে মোদী উপাধি নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানির মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় সুরাটের একটি আদালত। তিনি ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে গিয়েছিলেন কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। মানহানির দায়ে তার দুই বছরের কারাদণ্ড স্থগিত করে সুপ্রিম কোর্ট তাকে সংসদ সদস্য পদে ফিরে আসার এবং আগামী বছরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরাট দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে গান্ধীর আপিল নিষ্পত্তি না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। যদি দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়া এবং সর্বোচ্চ সাজা বহাল রাখে, যা অযোগ্যতার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে গান্ধীকে আবার আদালতে যেতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct