সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: সিপিএমের সমর্থন নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। আর তা করা হল কংগ্রেসকে রুখতে। ঘটনাটি ঘটেছে মুর্শিাদাবাদের লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েতে। সিপিআইএমের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে প্রধান হলেন নসিপুর পঞ্চায়েতে। আর উপপ্রধান হলেন সিপিএমের। সিপিএমের সঙ্গে জোট করে পঞ্চায়েত গঠন নজির সৃষ্টি করল রাজ্যে। নসিপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৯টি। তার মধ্যে তৃণমূলের ১০টি, কংগ্রেসের ১০টি, সিপিএমের ৯টি। প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের শামসুদ্দিন সেখ। উপপ্রধান হয়েছেন সিপিএম থেকে জয়ী শাহাবুল সেখ। অন্যদিকে, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের পাশাপাশি লালবাগ মহকুমার ভগবানগোলা ১, ২ নম্বর ব্লক ও লালগোলা মোট তিনটি ব্লকের ৮ টি পঞ্চায়েতের বোর্ড গঠন হল মঙ্গলবার। যার মধ্যে তৃণমূলের দখলে গেছে ৪ টি পঞ্চায়েত এবং বাম-কংগ্রেসের দখলে ৪ টি পঞ্চায়েত। লালগোলা ব্লকের বিলবোরাকোপরা পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েতের প্রধান নির্বাচন করল কংগ্রেস। ময়া অঞ্চল গিয়েছে তৃণমূলের হাতে। ভগবানগোলা ১ ব্লকের মহিশাস্থলী অঞ্চল গিয়েছে তৃণমূলের হাতে। অন্যদিকে ভগবানগোলা ১ ব্লকের হাবাসপুর অঞ্চলে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। হাবাসপুর অঞ্চলে ১৭ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯টি আসনে জেতে, বাম-কংগ্রেস জোট পায় ৮টি আসন। কিন্তু বাম কংগ্রেস জোটকে সমর্থন করে প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের এক সদস্যা। সংখ্যাগরিষ্ঠতা পেয়েও হাবাসপুর অঞ্চল হাতছাড়া হল তৃণমূলের। ভগবানগোলা ২ ব্লকের আমডহরা অঞ্চল গিয়েছে তৃণমূলের হাতে। খড়িবোনা অঞ্চল কংগ্রেস ও আখেরীগঞ্জ অঞ্চল দখল করেছে বাম-কংগ্রেস জোট। লালবাগ মহাকুমার আটটি পঞ্চায়েতের বোর্ড গঠন হয় মঙ্গলবার যার মধ্যে চারটি তৃণমূলের দখলে গিয়েছে এবং চারটি গিয়েছে বাম ও কংগ্রেসের দখলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct